Header Ads

  • Breaking News

    সৌদি আরবে জিলহজের চাঁদ দেখা গেছে, ৬ জুন ঈদুল আজহা




    সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ৬ জুন ঈদুল আজহা


    সৌদি আরবে আজ মঙ্গলবার (২৭ মে) পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে দেশটিতে আগামী ৬ জুন (শুক্রবার) পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। সৌদি সুপ্রিম কোর্ট ও চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে আজ আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়েছে। চাঁদ দেখা যাওয়ায় ১ জিলহজ শুরু হবে আগামীকাল ২৮ মে, এবং ১০ জিলহজ অর্থাৎ ঈদের দিন নির্ধারিত হয়েছে ৬ জুন।


    ঈদের ঠিক আগের দিন, অর্থাৎ ৫ জুন (বৃহস্পতিবার) আরাফাতের ময়দানে অনুষ্ঠিত হবে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা—হজের দিন বা ইয়াওমে আরাফা। সেদিন বিশ্বের লাখো মুসলমান আরাফাতের ময়দানে সমবেত হয়ে মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবেন এবং হজের অন্যতম ফরজ কাজ সম্পন্ন করবেন।


    এদিকে সৌদি আরবের পাশাপাশি ওমানও ৬ জুন ঈদুল আজহা উদ্‌যাপনের ঘোষণা দিয়েছে। এর আগেই ইন্দোনেশিয়া একই তারিখে ঈদ উদ্‌যাপনের কথা জানিয়েছে। ফলে এবারের ঈদুল আজহা অনেক দেশেই একই দিনে পালিত হতে যাচ্ছে, যা মুসলিম উম্মাহর জন্য একটি আনন্দের বার্তা।


    বাংলাদেশে সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিন ঈদ উদ্‌যাপিত হয়ে থাকে। সে হিসেবে, দেশের আকাশে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন (শনিবার) বাংলাদেশে ঈদুল আজহা উদ্‌যাপিত হতে পারে। তবে এটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল, এবং জাতীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক সিদ্ধান্তের পর চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।


    পবিত্র ঈদুল আজহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এদিন মুসলিমরা মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কোরবানি প্রদান করেন, যা ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের প্রতীক হিসেবে বিবেচিত হয়।


    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad