সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা ও স্ত্রীর হেফাজতে নেওয়ার ঘটনায় উত্তেজনা, পরে জামালপুরে মুচলেকায় মুক্তি
সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা ও তার স্ত্রী হেফাজত থেকে জামালপুর পুলিশের কাছে হস্তান্তর, পরে মুক্তি
শেরপুর জেলা সাব-রেজিস্ট্রার অফিসে একটি জমি বিক্রির কাজে গেলে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বাধার মুখে পড়েন জামালপুর-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা এবং তার স্ত্রী। ঘটনার একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা তাদের আটকে রাখে। পরে খবর পেয়ে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।
উদ্ধারের পর সাবেক এই সংসদ সদস্য ও তার স্ত্রীকে জামালপুর জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জামালপুর পুলিশ জানায়, তার নামে কোনো মামলা বা ওয়ারেন্ট না থাকায় এবং বয়সের বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে মুচলেকা নিয়ে রাত আনুমানিক ১০টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়। এ সময় পুলিশের সহায়তায় সাবেক এই সংসদ সদস্য ও তার স্ত্রীকে নিরাপদে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
রেজাউল করিম হীরা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে জামালপুর সদর আসন থেকে পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০০৯ সালে শেখ হাসিনা সরকারের প্রথম মেয়াদে ভূমিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। জননন্দিত এই রাজনীতিকের সঙ্গে এমন ঘটনার প্রেক্ষিতে সামাজিক ও রাজনৈতিক মহলে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
কোন মন্তব্য নেই