বিনা শর্তে সবার কাছে ক্ষমা চাইলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
সবার কাছে বিনা শর্তে ক্ষমা চাইলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
মঙ্গলবার (২৮ মে) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-এর মুক্তিযোদ্ধা হলে এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের খালাস পাওয়ার রায়কে কেন্দ্র করে এই প্রতিক্রিয়া জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন,
"দল হিসেবে আমরা কখনোই দাবি করি না যে আমরা ভুলের ঊর্ধ্বে। আমাদের দলের বা কোনো কর্মীর কারণে কেউ যদি কখনো ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন— আমরা তাদের কাছে বিনা শর্তে ক্ষমা চাই। আপনারা আমাদের ক্ষমা করে দিন।"
তিনি আরও বলেন,
"আমাদের কোনো আচরণ বা পারফরম্যান্সে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি সেই ব্যথিত হৃদয়গুলোর কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।"
আজহারুল ইসলামের মুক্তির বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন,
"এই রায়ে প্রমাণিত হয়েছে— সত্যকে চিরকাল চেপে রাখা যায় না। সত্য মেঘের আড়াল ভেদ করে আলোর ঝলক নিয়ে আসে।"
তিনি আরও উল্লেখ করেন,
"ফ্যাসিবাদের নির্মম নির্যাতনের শিকার মজলুম জননেতা এ টি এম আজহারুল ইসলাম আল্লাহর অপার রহমতে সুপ্রিম কোর্টের রায়ে দীর্ঘ কারাভোগ শেষে মুক্তি পেয়েছেন।"
এ সময় ডা. শফিকুর রহমান বলেন, "আমাদের জাতির অনেক গুরুত্বপূর্ণ ইস্যু এখনো অনিষ্পন্ন রয়ে গেছে। তাই এসব বিষয়ে রাজনৈতিক দলগুলো এবং সংশ্লিষ্ট সব পক্ষ যেন জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়— এই প্রত্যাশাই করি।"
কোন মন্তব্য নেই