তরুণদের হাতেই গড়া হবে আগামীর বাংলাদেশ: তারেক রহমান
তরুণরাই গড়ে তুলবে আগামীর বাংলাদেশ
তরুণরাই বদলে দিতে পারে আগামীর বাংলাদেশ—এই বিশ্বাস থেকেই দেশের তরুণ জনগোষ্ঠীর সম্ভাবনাকে মূল ভিত্তি ধরে আগামীর কর্মপরিকল্পনা গ্রহণ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তরুণদের প্রত্যাশা, স্বপ্ন ও সম্ভাবনার ভিত্তিতে একটি আধুনিক, কর্মসংস্থানমুখী এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রূপরেখা তুলে ধরেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (২৮ মে) রাজধানীর নয়াপল্টনে আয়োজিত বিএনপির 'তারুণ্যের সমাবেশে' ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, “দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ—সবচেয়ে আগে বাংলাদেশ। আমাদের সিদ্ধান্ত, পরিকল্পনা ও নেতৃত্ব শুধুমাত্র বাংলাদেশের স্বার্থেই।
তিনি আরও বলেন, "বাংলাদেশে এখন আর কেবল কথার রাজনীতি চলবে না। আমরা চাই বাস্তবায়নের রাজনীতি, চাই কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি। তরুণদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, সবার জন্য মর্যাদাসম্পন্ন জীবন—এটাই হবে আগামীর রাজনীতি।
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারের নারীপ্রধানের নামে ইস্যু করা হবে ‘ফ্যামিলি কার্ড’। এর মাধ্যমে নারীকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা হবে।” কৃষকের কথা উল্লেখ করে তিনি বলেন, “কৃষকদের জন্য ‘ফারমার্স কার্ড’ চালু করাও থাকবে আমাদের অগ্রাধিকার তালিকায়। কৃষি হবে উৎপাদনশীলতা ও উদ্যোক্তা তৈরির অন্যতম ক্ষেত্র।
বর্তমান অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে জনগণের বিশ্বাস ও আস্থার সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এজন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, “যদি সত্যি জনগণের পাশে থাকতে চান, তাহলে পদত্যাগ করুন এবং জনগণের কাতারে এসে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় গ্রহণ করুন।
তিনি আরও দাবি জানান, “আগামী ডিসেম্বরের মধ্যেই একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন দিতে হবে, যেখানে দেশের মানুষ স্বাধীনভাবে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে।
শেষ কথা, আগামীর বাংলাদেশ হবে তরুণদের হাত ধরে—তাদের সাহস, মেধা, এবং অঙ্গীকারে গড়া এক নতুন বাংলাদেশ।
কোন মন্তব্য নেই