Header Ads

  • Breaking News

    গণঅভ্যুত্থানের বাস্তবায়ন হয়নি, ষড়যন্ত্র চলছে: আরিফ সোহেল | সচিবালয়ের সামনে বিপ্লবী কর্মসূচি

     


    স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে হুঁশিয়ারি, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি: আরিফ সোহেল

    গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি, বরং অন্তর্বর্তী সরকারকে ঘিরে একের পর এক ষড়যন্ত্র চলছে—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব আরিফ সোহেল।


    মঙ্গলবার (২৭ মে) দুপুরে সচিবালয়ের সামনে ‘স্বৈরাচারের দোসর আমলাদের উৎখাতের’ দাবিতে বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে আয়োজিত এক কর্মসূচিতে তিনি এ কথা বলেন।


    আরিফ সোহেল অভিযোগ করে বলেন, “দেশজুড়ে অচলাবস্থা তৈরি করতে একটি চক্র ষড়যন্ত্রে লিপ্ত। এ চক্রটি মূলত স্বৈরাচারের দোসর আমলা শ্রেণি, যারা অন্তর্বর্তী সরকারের অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করছে।” তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “জুলাই বিপ্লবকে ধ্বংস করার চেষ্টা করা হলে কঠোর হাতে তা দমন করা হবে।”


    অনুষ্ঠানে আরও বক্তারা বলেন, “স্বৈরাচারের দোসর আমলাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে।” তারা জানান, জুলাই যোদ্ধারা দেশের স্বার্থে যেকোনো মূল্যে এদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত।


    পরে বেলা ২টার দিকে একটি মিছিল নিয়ে সচিবালয় এলাকা প্রদক্ষিণ করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad