Header Ads

  • Breaking News

    ৬০০ টাকা কেজিতে ইলিশ বিক্রি শুরু ।

     



    ৬০০ টাকা কেজিতে ইলিশ বিক্রি শুরু ।


    ৬০০ টাকা কেজিতে ইলিশ মাছ বিক্রী শুরু করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন। সাধারণ মানুষ যাতে ইলিশ মাছের স্বাদ নিতে পারে তার জন্যই সরকারের এমন উদ্যােগ বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।


    রোববার (১৯ জানুয়ারি) দুপুরে কারওয়ান বাজারে এই কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য উপদেষ্টা। এ সময় কম দামে ইলিশ মাছ সংগ্রহের জন্য অনেকেই অপেক্ষায় ছিলেন।


    তিনি জানান, প্রাথমিকভাবে সাড়ে চারশ থেকে সাড়ে আটশ গ্রাম ওজনের ইলিশগুলো ছয়শ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রচলিত বাজারে ইলিশের দাম কমানো কঠিন।তাই মধ্যস্বত্বভোগীদের দূরে রেখে সরকারের এমন উদ্যােগ বলে জানান উপদেষ্টা।


    ভবিষ্যতে এমন কার্যক্রমের পরিধি আরও বাড়ানো হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad