Header Ads

  • Breaking News

    সাইফ আলির ওপর হামলাকারীর পরিচয় জানালো মুম্বাই পুলিশ ।

     



    সাইফ আলির ওপর হামলাকারীর পরিচয় জানালো মুম্বাই পুলিশ ।



    সম্প্রতি বলিউড তারকা সাইফ আলি খানের মুম্বাইয়ের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। অস্ত্রোপচারের পর তিনি এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছে চিকিৎসকরা।


    এ ঘটনায় এর আগে একজনকে আটক করে মুম্বাই পুলিশ। যদিও পরে জানানো হয়, ওই ব্যক্তি হামলার সাথে জড়িত নন।

    বিষয়টি নিয়ে যখন নানা গুঞ্জন চলছে, তখন আরেক দাবি করে বসলো মুম্বাই পুলিশ। তাদের ভাষ্য, সাইফের বাসায় হামলার মূল পরিকল্পনাকারী বাংলাদেশের নাগরিক। ওই ব্যক্তি কয়েক মাস আগে অবৈধভাবে ভারতে যায়।


    রোববার (১৯ জানুয়ারি) সকালে মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত গেদাম গণমাধ্যমে বলেন, বুধবার রাতে তারা এই হামলার সাথে সম্পৃক্ত একজনকে আটক করেছে। তার নাম, মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ।

    পুলিশ কর্মকর্তার দাবি, এই ব্যক্তির কোনো ভারতীয় কাগজপত্র নেই। তার বিরুদ্ধে এরইমধ্যেই পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। ডাকাতির উদ্দেশ্যে সে সাইফের বাড়িতে ঢুকেছিল।


    তিনি বলেন, আমরা অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে কিছু জিনিস উদ্ধার করেছি, যা দেখে বোঝা যায় সে বাংলাদেশি। চার মাস আগে ভারতে প্রবেশ করে এবং বিজয় দাস নামে মুম্বাইতে বসবাস করছিল। পুলিশ তার নাম এবং কাগজপত্র না পাওয়ায় তাকে বাংলাদেশি হিসেবে ধারনা করলেও এর পেছনে খুব শক্ত কোনো তথ্য প্রমাণ দেখাতে পারেনি।


    পুলিশের দাবি, কয়েকমাস আগেও সে একটি রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ করতো। বর্তমানে বেকার। পুলিশের ধারণা, এই জন্যই সে বড় চুরির আশায় সাইফের বাড়িতে হানা দেয়।


    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad