Header Ads

  • Breaking News

    মাধ্যমিকের শিক্ষার্থীরা কবে পাবে পাঠ্যবই, জানালেন এনসিটিবি চেয়ারম্যান

     মাধ্যমিকের শিক্ষার্থীরা কবে পাবে পাঠ্যবই, জানালেন এনসিটিবি চেয়ারম্যান




    জানুয়ারির মধ্যে মাধ্যমিকের সব বিষয়ের পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে সহায়তা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনটিসিবি) চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান।


    রোববার (২২ ডিসেম্বর) এনসিটিবি কার্যালয়ে বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির প্রতিনিধিদের নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।



    ব্রিফিংয়ে এনসিটিবি চেয়ারম্যান বলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই, মাধ্যমিকের ৩ বই, ১-১০ জানুয়ারির মধ্যে মাধ্যমিকের আরও ৫ বই আর ২০ জানুয়ারির মধ্যে মাধ্যমিকের সব বই সরবরাহের জন্য মুদ্রণ শিল্প মালিকদের সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে।



    এ সময় মুদ্রণ শিল্প সমিতির সভাপতি রাব্বাবি জব্বার পাঠ্যবই সরবরাহের সময় বাড়িয়ে শিক্ষা উপদেষ্টা বরাবর বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির চিঠির জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন।



    তিনি বলেন, ‘আমরা চেষ্টা করে যাচ্ছি নির্ধারিত সময়ে পাঠ্যপুস্তক মুদ্রণের, কাজে গতি এসেছে, আমরা আশাবাদী যথাসময়ে কাজ শেষ করতে পারবো।’

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad