Header Ads

  • Breaking News

    রাজস্থানে কন্যা সন্তান জন্মালেই রোপণ করা হয় ১১১টি গাছ

     

    রাজস্থানে কন্যা সন্তান জন্মালেই রোপণ করা হয় ১১১টি গাছ 



    ভারতের রাজস্থান! এই রাজ্যটির একটি গ্রামের নাম পিপলান্ত্রি। সম্প্রতি, এই গ্রামটি নিয়ে বেশ প্রশংসা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। কারণ- এই গ্রামে কোন কন্যা সন্তান জন্মা নিলে আনন্দের বহিঃপ্রকাশ হিসেবে লাগানো হয় একটি কিংবা দুটি নয়; ১১১টি গাছ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম দ্য ট্রিবিউন এ তথ্য জানায়।


    প্রতিবেদনে বলা হয়, রাজস্থানের ‘স্যাক্রেড গ্রোভ’ রক্ষার বিষয়টি নিয়ে বিচারপতি বিআর গাভাই, বিচারপতি এসভিএন ভাট্টি এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ শঙ্কা প্রকাশ করেন।


    মূলত, ‘স্যাক্রেড গ্রোভ’ হচ্ছে বনের সুরক্ষিত একটি এলাকা যা বছরের পর বছর স্থানীয় সম্প্রদায়ের দ্বারা সুরক্ষিত। সেই সুরক্ষিত এলাকাটিকে বেশ পবিত্র বলে মনে করে থাকেন স্থানীয়রা।


    রাজ্যটির পরিবেশের ভারসাম্য রক্ষায় বন অধিদফতরকে নির্দেশ দেয় শীর্ষ আদালত। আর পরিবেশ রক্ষায় অন্যতম এক নজির স্থাপন করেছে পিপলান্ত্রি গ্রাম- এমন প্রসঙ্গে সুপ্রিম কোর্ট সেই গ্রামের কথা তুলে ধরেন।


    বিচারপতি সন্দীপ মেহতা বলেন, রাজস্থানের পিপলান্ত্রি গ্রামে গাছ রোপণের যে রীতি রয়েছে তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। প্রভূত খননের ফলে গ্রামটির পরিবেশ বেশ ক্ষতি হয়। আর এরপরই শুরু হয় প্রত্যেক কন্যাসন্তানের জন্মের পরই ১১১টি করে গাছ লাগানোর রীতি। এখন পর্যন্ত ১৪ লাখ গাছ রোপণ হয়েছে। এর ফলে সম্ভব হয়েছে লিঙ্গসাম্য রক্ষা।


    ১৫ বছর আগে, এই নিয়ম চালু করেছিলেন গ্রামের তৎকালীন প্রধান শ্যামসুন্দর পালিওয়াল। তার মেয়ে কিরণ ডিহাইড্রেশনের শিকার হয়ে মাত্র ১৮ বছর বয়সেই প্রয়াত হন। কন্যাহারা বাবা মেয়ের স্মৃতিরক্ষায় এই রীতির প্রচলন করেন, যা পরবর্তী সময়ে 

    সকলে গ্রহণ করে।

    /উন্মুক্ত মিডিয়া


    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad